ঢাকা, রবিবার ২৪, নভেম্বর ২০২৪ ১:১৩:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কমলগঞ্জে টিলা ধসে নারী চা-শ্রমিক নিহত 

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০১ এএম, ৩১ মে ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বনবিটের খাসিয়া পুঞ্জি এলাকায় টিলা ধসে এক নারী চা-শ্রমিক নিহত হয়েছেন। তার নাম গীতা কাহার (৩০)।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে কমলগঞ্জের পাত্রখোলা চা বাগানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

স্থানীয়রা জানান, কমলগঞ্জে পাত্রখোলা চা বাগানের বেকার নারীসহ কয়েকজন শ্রমিক আদমপুর বনবিট এলাকায় খাসিয়া পুঞ্জিতে কাজ করতে যান। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি টিলার অংশ ধসে পড়লে মাটিচাপায় গীতা কাহারের মৃত্যু হয়। গীতা কাহার পাত্রখোলা চা বাগানের নতুন লাইনের শংকর কাহারের মেয়ে। এ সময় গীতার সঙ্গে থাকা একই বাগানের মেঘনাথ বেন বংশী (৪০), রাজেশ গৌড় (২৬) ও প্রদীপ কূমরী (২২) আহত হন। তাদের হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন ও মাধবপুর ইউপি চেয়ারম্যান মো. আসিদ আলী।

তারা বলেন, এই চা-শ্রমিকরা বনবিট এলাকায় খাসিয়া পুঞ্জিতে কাজে ছিল। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলার ইউএনও জয়নাল আবেদীন বলেন, ‘সংবাদ পেয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হবে।’