ছোট ফল লটকনের বিশদ গুণ
লাইফস্টাইল ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:৪৪ পিএম, ২১ জুলাই ২০১৮ শনিবার | আপডেট: ০১:৩১ পিএম, ২৯ জুলাই ২০১৮ রবিবার
লটকন একটি পুষ্টিকর ফল। নানান ফলের ভিড়ে লটকনের গুণের কথা আজও অনেকের অজানা। এখন লটকনের মৌসুম। বাজারেও এ ফলটি প্রচুর পাওয়া যাচ্ছে। আগে ফল হিসাবে খুব একটা গুরুত্ব ছিলো না লটকনের। কিন্তু বর্তমানে এর কদর বেড়েছে। ছোট হলেও এই ফলের রয়েছে বিশেষ গুণ।
আসুন জেনে নেই লটকন খাওয়ার উপকারিতা।
.. ভিটামিন সি ত্বক, দাঁত ও হাড় সুস্থ রাখে। লটকনে ভিটামিন সি বেশি থাকায় দিনে দুতিনটি লটকন ভিটামিন সি’র সার্বিক চাহিদা পূরণ করতে পারে।
.. রক্ত ও হাড়ের জন্য বিশেষ উপকারী আয়রন। প্রতি ১০০ গ্রাম লটকনে ৫.৩৪ মি.গ্রা আয়রন থাকে।
..লটকনে ভিটামিন বি পাওয়া যায়। প্রতি ১০ গ্রাম লটকনে ১০.০৪ মি.গ্রা ভিটামিন বি ওয়ান ও প্রতি ১০০ গ্রামে ০.২০ মি.গ্রা ভিটামিন বি টু পাওয়া যায়।
.. খাদ্যশক্তির ভালো উৎস লটকন। দেহ সক্রিয় রাখতে ও দৈনন্দিন কাজ করতে খাদ্যশক্তি প্রয়োজন হয়। প্রতি ১০০ গ্রাম লটকনে ৯২ কিলোক্যালরি খাদ্যশক্তি পাওয়া যায়।
..লটকনে রয়েছে অ্যামাইনো অ্যাসিড ও এনজাইম যা দেহ গঠন ও কোষকলার সুস্থতায় কাজে লাগে। এইসব উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
..লটকনে কিছু পরিমাণে প্রোটিন ও ফ্যাট পাওয়া যায়। প্রতি ১০০ গ্রাম লটকনে ১.৪২ গ্রাম প্রোটিন ও ০.৪৫ গ্রাম ফ্যাট থাকে।
.. লটকন গা গোলানো ও বমি বমিভাব দূর করতে পারে। পাশাপাশি মানসিক অবসাদ দূর করতেও সাহায্য করে লটকন।
.. জলীয় অংশের পরিমাণ বেশি হওয়ায় তৃষ্ণা মিটাতে লটকন খাওয়া যায় ।
..লটকনের বীজ গনোরিয়া রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে।
.. ডায়ারিয়া দূর করতে লটকনের পাতার গুঁড়া বেশ ভালো ফল দেয়।
..ফলের পাশাপাশি লটকনের পাতাও ঔষধির কাজ করে। এর পাতা ও শিকড় খেলে পেটের নানারকমের অসুখ ও জ্বর ভালো হয়ে যায়।