ঢাকা, রবিবার ২৪, নভেম্বর ২০২৪ ২:০৭:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশ্ব দুগ্ধ দিবস: টুঙ্গিপাড়ায় ২০০ শিশুকে দুধ খাওয়ানো হলো

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২৭ পিএম, ২ জুন ২০২৪ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য’ প্রতিপাদ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিল্ক ফিডিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার উপজেলার দাড়িয়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাণি সম্পদ অধিদপ্তরের প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এ কার্যক্রমের আয়োজন করে জেলা প্রাণি সম্পদ কার্যালয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির। অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ভেটেনারি কর্মকর্তা এস এম আব্দুর রাজ্জাক। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা, স্কুলের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে ওই বিদ্যালয়ের ২০০ শিশু শিক্ষার্থীকে দুধ খাওয়ানো হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদার বলেন, ‘দুধ সুপার ফুড। এতে মেধা বিকাশের সব উপদান রয়েছে। মেধা বিকাশে দুধের কোন বিকল্প নেই। তাই দুধ পানের অভ্যাস গড়ে তুলতে হবে।’