ভারতে সড়ক দুর্ঘটনায় চার শিশুসহ নিহত ১৩
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:০৬ পিএম, ৩ জুন ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
ভারতের মধ্যপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১৫ জন। নিহতদের মধ্যে ৪ জন শিশু।
রাতের আঁধারে রাজ্যটির রাজগড় জেলায় একটি ট্রাক্টর-ট্রলি উল্টে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। সোমবার (৩ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রদেশের রাজগড় জেলার পিপলোদিতে রোববার রাত ৮টায় ট্রাক্টর-ট্রলি উল্টে চার শিশুসহ ১৩ জন মারা গেছেন এবং আরও ১৫ জন আহত হয়েছেন বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।
আহতদের মধ্যে ১৩ জনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মাথা ও বুকে ক্ষতের কারণে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ভোপালে নিয়ে যাওয়া হয়েছে বলে রাজগড় কালেক্টর হর্ষ দীক্ষিত ফোনে বার্তাসংস্থা পিটিআইকে জানিয়েছেন।
এনডিটিভি বলছে, নিহতরা একটি বিয়ের অনুষ্ঠানের সদস্য যারা প্রতিবেশী রাজস্থানের মতিপুরা গ্রাম থেকে এসেছিলেন এবং এখানকার কুলামপুরে যাচ্ছিলেন বলে অন্য একজন কর্মকর্তা জানিয়েছেন।