চুনারুঘাটে বিপুল ভোটে চা-কন্যা খাইরুন ভাইস চেয়ারম্যান নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৩২ এএম, ৭ জুন ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
বাংলাদেশ চা কন্যা নারী সমিতির সভাপতি খাইরুন আক্তার চুনারুঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত। শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনের সোচ্চার ছিলেন তিনি। দৈনিক ন্যূনতম ১৭০ টাকা মজুরিতে কাজ করেন ‘চা কন্যা’ খাইরুন আক্তার।
বুধবার (৫ জুন) চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী আরও ৪ প্রার্থীকে পেছনে ফেলে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন খাইরুন আক্তার।
নির্বাচনে কলস প্রতীক নিয়ে খাইরুন আক্তার পেয়েছেন ৭৬ হাজার ২৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী সাফিয়া আক্তার হাঁস প্রতীকে পেয়েছেন ১২ হাজার ২১ ভোট। চুনারুঘাট উপজেলার ৮৫ কেন্দ্রে ভোটার ছিলেন ২ লাখ ৪৮ হাজার ৯০৮ জন।
খাইরুন আক্তার হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগানের শ্রমিক। মনোনয়ন ফরম কেনা, প্রচারণাসহ সব কাজ করেছেন চা শ্রমিকরা। চা শ্রমিকেরা ১০ টাকা করে চাঁদা তুলে এবং নানাজনের কাছ থেকে সহায়তা নিয়ে নির্বাচনী খরচের ব্যবস্থা করেছেন। নির্বাচনী খরচ মেটাতে খাইরুন আক্তারের মা মল্লিকা খাতুন হাঁস মুরগি বিক্রি করে ১০ হাজার টাকা দিয়েছেন। স্থানীয় একটি এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছেন খাইরুন, এছাড়া ছিল মানুষের আর্থিক সহায়তা। এভাবেই নির্বাচনে খরচ করছেন তিনি।