ঢাকা, রবিবার ২৪, নভেম্বর ২০২৪ ১৭:১৬:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শপথের আগে মোদিকে ‘দই-চিনি’ খাওয়ালেন প্রেসিডেন্ট মুর্মু

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৩ এএম, ৯ জুন ২০২৪ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। রোববার (৯ জুন) সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শপথ নেবেন। এর আগে গত শুক্রবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন মোদি।
সেসময় নতুন মেয়াদে দায়িত্ব নিতে যাওয়া হবু এই প্রধানমন্ত্রীকে ‘দই-চিনি’ খাওয়ান মুর্মু। কেন বিশেষ এই খাবারটি মোদিকে খাওয়ান তিনি?
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, লোকসভা নির্বাচনে জিতে ফের সরকার গঠন করছে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। এর মাধ্যমে তৃতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদি। গত শুক্রবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন তিনি।
এসময় মোদিকে সরকার গঠনের আহ্বান জানান প্রেসিডেন্ট মুর্মু। তারপরই হবু এই প্রধানমন্ত্রীকে দই-চিনি খাওয়ান তিনি। মূলত শুভ কাজের আগে দই-চিনি খাওয়ানো হয়। এটাই রীতি। চিরাচরিত প্রথা মেনেই নতুন মেয়াদে দায়িত্ব নিতে যাওয়া হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দই খাওয়ান দ্রৌপদী মুর্মু।
প্রায় দেড় মাস ধরে চলা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে গত ৪ জুন। এই নির্বাচনে ২৪০ আসন পেয়েছে বিজেপি। জোটসঙ্গীদের নিয়ে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৭২ সংখ্যা পেরিয়েছে তারা। এরপর গত শুক্রবার এনডিএর বৈঠকে নরেন্দ্র মোদিকে এনডিএর সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়। তারপরই সন্ধ্যায় দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন মোদি।
এদিকে রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি। এ উপলক্ষ্যে সেজে উঠছে রাষ্ট্রপতি ভবন। দিল্লিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। দেশ-বিদেশের ৮ হাজারেরও বেশি অতিথি শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।