ঢাকা, রবিবার ২৪, নভেম্বর ২০২৪ ১৭:১২:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শিশু অধিকার লঙ্ঘন: ইসরায়েলী সেনবাহিনী ও হামাস কালো তালিকায়

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৬ পিএম, ১২ জুন ২০২৪ বুধবার

শিশু অধিকার লঙ্ঘনের কারণে জাতিসংঘের কালো তালিকাতে ইসরায়েলের সেনা এবং হামাস

শিশু অধিকার লঙ্ঘনের কারণে জাতিসংঘের কালো তালিকাতে ইসরায়েলের সেনা এবং হামাস

শিশু অধিকার লঙ্ঘনের কারণে জাতিসংঘের কালো তালিকাতে ইসরায়েলের সেনা এবং হামাস উভয়কে যুক্ত করা হয়েছে। এছাড়া এতে ইসরায়েল ও গাজা যুদ্ধে শিশুদের বিরুদ্ধে গুরুতর লঙ্ঘনের ঘটনা নজিরবিহীনভাবে বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে জাতিসংঘ যুদ্ধে শিশুদের ক্ষতি করার জন্যে সুদানের সেনবাহিনী এবং প্রতিদ্বন্দ্বী আধা সামরিক বাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে।
একইসঙ্গে সংস্থাটি বিশ্বজুড়েই শিশুদের ওপর এই ধরনের সহিংসতা বেড়ে যাওয়ার সমালোচনা করেছে।
মঙ্গলবার জাতিসংঘের রিপোর্ট থেকে এই কথা জানা গেছে।
রিপোর্টটি বৃহস্পতিবার প্রকাশ হওয়ার কথা রয়েছে। এর আগেই রিপোর্টটি বার্তা সংস্থা এএফপি’র হাতে আসে।
এতে সংস্থার মহাসচিব এন্তোনিও গুতেরেস বলেছেন, ২০২৩ সালে সশস্ত্র সংঘাতে শিশুদের প্রতি সহিসংতা চরম মাত্রায় পৌঁছে। গুরুতর লঙ্ঘনের ঘটনা বেড়েছে ২১ শতাংশ।
শিশুদের হত্যা ও পঙ্গু এবং স্কুল ও হাসপাতালে হামলার কারণে সুদানের সেনাবাহিনী এবং প্রতিদ্বন্দ্বী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।
ওই রিপোর্টে গুতেরেস লেখেন, গুরুতর লঙ্ঘনের ঘটনা নাটকীয়ভাবে বেড়ে যাওয়ায় আমি আতংকিত।
রিপোর্টে বিশ্বের ২০টি সংঘাতপূর্ণ এলাকায় শিশুদের হত্যা, আহত, নিয়োগ, অপহরণ ও যৌন সহিংসতার বিষয়গুলো অন্তর্ভূক্ত করা হয়েছে।