ঢাকা, মঙ্গলবার ১৭, সেপ্টেম্বর ২০২৪ ১:৩২:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পশু কোরবানি দিতে গিয়ে রাজধানীতে আহত ৯৪

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৫ পিএম, ১৭ জুন ২০২৪ সোমবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিতে গিয়ে গরুর গুতা, লাথি ও মাংস কাটার সময় ছুরিকাঘাতে এ পর্যন্ত ৯৪ জন আহত হয়েছেন।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে আহত অবস্থায় অনেককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

ঢামেকের জরুরি বিভাগের (ভারপ্রাপ্ত) আবাসিক সার্জন ডা. আমান জানান, পশু কোরবানি করতে দিতে গিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ঢামেকে আহত অবস্থায় ৯৪ জন এসেছেন। আহতদের জরুরি বিভাগে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তাদের মধ্যে ডেমরার সারুলিয়া এলাকা থেকে গরুর গুতায় গুরুতর আহত মো. বাবুল (৫৫) নামে একজনকে ১০২ নম্বর ওয়ার্ডের ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কোরবানি দিতে গিয়ে আহত অবস্থায় ৯৪ জনকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজনকে ভর্তি করা হয়েছে।