ঢাকা, শুক্রবার ২২, নভেম্বর ২০২৪ ১৬:০৩:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অরুণা বিশ্বাসের আবেগঘন স্ট্যাটাস 

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৩ পিএম, ২৬ জুন ২০২৪ বুধবার

অরুণা বিশ্বাস

অরুণা বিশ্বাস

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা অরুণা বিশ্বাস। ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল সিনেমা। বর্তমানে তার ব্যস্ততা নাটক-টেলিফিল্ম নিয়েই। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব তিনি। প্রায়ই নিজের ভালো লাগা-মন্দ লাগার কথা শেয়ার করেন ফেসবুকের পাতায়। তারই ধারাবাহিকতায় বুধবার (২৬ জুন) বিকেলে একটি পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী। সেখানে নিজেদের মন্তব্য জানাতে ভোলেননি অরুণার দীর্ঘদিনের সহকর্মীরা।

ফেসবুক পোস্টে অরুণা বিশ্বাস লিখেছেন,‘আমার জীবনের দুঃখ হলো আমার কোনো আত্মীয়-স্বজন ক্ষমতার উচ্চতর কোনো জায়গায় নাই। আর বন্ধু-বান্ধব, পরিচিত যাদের আমি আপন মনে করেছি, সেটা আমি বহুবার তাদের বিপদের সময় আমার সাধ্যমতো পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। কিন্তু তারা যখন কোনো ক্ষমতা পেয়েছে আমাকে মনে রাখে নাই।’

তিনি আরও লিখেছেন, ‘বাবা চলে গেছেন জীবন সংগ্রাম শুরু। জীবন কত প্রকার ও কী কী সব শিখে গেছি। জীবন আসলেই সুন্দর আনন্দময়।’ অভিনেত্রীর এই পোস্টের মন্তব্যের ঘরে চিত্রনায়ক সোহেল রানা লিখেছেন, ক্ষমতায় গেলে কেউ কাউকে মনে রাখে না।

চিত্রনায়িকা মুনমুন লিখেছেন, দিদি আমিও এই বাস্তবতার মুখোমুখি হয়েছি অনেকবার। একটা সময় এমন হয়েছে যে, চারদিকে তাকিয়ে দেখি আমি একা। পাশে একজন বন্ধুও পাইনি। আর যারা পাশে ছিলো তাদের কাছে স্বার্থটাই বড় ছিলো। তোমার প্রতি আমার শুভকামনা। অনেক অনেক ভালোবাসা দিদি। অভিনেত্রী সোহানা সাবা লিখেছেন, নামই যার পরিচয়, তার আর কিছু লাগে? জাদুশিল্পী জুয়েল আইচ লিখেছেন, দুঃখ করো না প্রিয় অরুণা। মনে রেখো, আপনা হাত জগন্নাথ।