ঢাকা, মঙ্গলবার ১৭, সেপ্টেম্বর ২০২৪ ২:১৯:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আদা উপকারী হলেও বেশি খেলে হতে পারে এই ৩ রোগ

লাইফস্টাইল ডেস্ক 

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩০ এএম, ৬ জুলাই ২০২৪ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রান্নায় আদার ব্যবহার প্রাচীনকাল থেকেই। এমনকি আদা চা থেকে শুরু করে মুখে এক টুকরো আদা রাখতে ভোলেন না অনেকেই। এই মসলার উপকারিতার শেষ নেই! কিন্তু যেকোনো জিনিসেরই একটি মাত্রা আছে। মাত্রা অতিরিক্ত করলে ভালো জিনিসও মন্দ হতে পারে। আদার ক্ষেত্রেও তাই।
জানুন প্রয়োজনের বেশি আদা খেলে কী সমস্যা হতে পারে?


হজমের গোলমাল

আদা খেলে হজমের সমস্যা থেকে দূরে থাকা যায়। আবার সেই আদা যদি পরিমাণে বেশি খান, তা হলে আবার হিতে বিপরীত হতে পারে। হজমের গোলমাল বাধতে পারে বেশি আদা খেলে। সেই সঙ্গে বুকজ্বালা, পেট ফাঁপা, পেটখারাপের মতো সমস্যা হতে পারে। তাই আদা খাওয়ার বিষয়ে সতর্ক থাকা জরুরি।

অ্যালার্জির সমস্যা

অ্যালার্জির সমস্যা থেকে থাকলে, আদা কম খাওয়াই শ্রেয়। আদায় যে উপাদানগুলো আছে, সেগুলো উপকারী হলেও সংক্রমণজনিত সমস্যা বাড়িয়ে দিতে পারে। তাই ঝুঁকি না নেওয়াই শ্রেয়। বিশেষ করে যাদের ত্বক অত্যন্ত স্পর্শকাতর, বেশি আদা খেলে তারা সমস্যায় পড়তে পারেন।


রক্ত পাতলা হয়ে যাওয়া

আদা রক্ত জমাট বাঁধতে দেয় না। ফলে রক্ত সঞ্চালন ঠিকঠাক হয়। হার্টের রোগের ঝুঁকিও কমে। তবে আদা বেশি খেলে আবার রক্ত বেশি পাতলা হয় যায়। তখন রক্তপাতের ঝুঁকি থাকে। রক্ত পাতলা করার ওষুধ খেলে আদা না খাওয়াই শ্রেয়।