ঢাকা, মঙ্গলবার ২৬, নভেম্বর ২০২৪ ২৩:২৪:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশে পরীক্ষামূলক ফাইভ-জি চালু

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:৩০ পিএম, ২৫ জুলাই ২০১৮ বুধবার | আপডেট: ১০:২১ পিএম, ২৬ জুলাই ২০১৮ বৃহস্পতিবার

দেশে পরীক্ষামূলকভাবে পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক ফাইভ জি চালু হয়েছে। অাজ বুধবার বেলা ১১টার দিকে ৫জি নেটওয়ার্ক সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।



ফাইভ-জি সেবার পরীক্ষা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বিটিআরসির সচিব শ্যাম সুন্দর শিকদার, রবির এমডি ও সিইও মাহতাব উদ্দিন, হুয়াওয়ে বাংলাদেশের সিইও ঝ্যাং জেনজুন।



তবে ফাইভ-জি সেবা এখনই ভোক্তা পর্যায়ে ব্যবহার করা যাবে না। আজকের অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে ফাইভ-জির পরীক্ষামূলক সংযোগ চালু হলো। এই সংযোগ শুধু ফাইভ-জি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানগুলো ব্যবহার করতে পারবে।