ঢাকা, রবিবার ২৪, নভেম্বর ২০২৪ ২২:৩২:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কোপার ফাইনালের জন্য কলম্বিয়ায় সাধারণ ছুটি ঘোষণা

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩২ পিএম, ১৩ জুলাই ২০২৪ শনিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

পর্দা নামতে যাচ্ছে কোপা আমেরিকার ৪৮তম আসরের। আগামীকাল সোমবার ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মোকাবিলা করবে কলম্বিয়া। 

প্রায় দুই যুগ পর কোপার শিরোপা জয়ের লড়াইয়ে নামবে হামেজ রদ্রিগেজরা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই উপভোগ করতে দেশটির জনগণের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছেন কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রো।

জাতিসংঘের শান্তি মিশনের কাজে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন পেত্রো। সেখানেই এক সংবাদ সম্মেলনে এই ছুটির ঘোষণা দেন তিনি। সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানগুলোও এই ছুটির আওতায় পড়বে বলে জানিয়েছেন কলম্বিয়ার সরকার প্রধান। 

পেত্রো বলেন, 'কলম্বিয়ার জাতীয় দল ঐক্যের প্রতিনিধিত্ব করে, সংঘাত কিংবা মেরুকরণের নয়। কলম্বিয়ার পতাকাও একতার প্রতীক। তাই আমরা সোমবার, জয়ের দিনে নাগরিক ছুটির দিন উদযাপন করবো।'

তিনি আরও বলেন, 'বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যনির্বাহী কমিটিকে আমি উৎসাহ দিচ্ছি কর্মীদের নিয়ে একসঙ্গে কলম্বিয়ান ঐক্য উদযাপন করার জন্য। সরকারি এবং বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান এদিন তাদের কর্মীদের আনন্দ করার সুযোগ করে দেবে। এক হয়ে থাকা যে সম্ভব, চলুন সেটা বিশ্বাস করি।'

কাল সোমবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোপার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া। চলমান আসরে এখনো পর্যন্ত অপরাজিত আছে আর্জেন্টিনা ও কলম্বিয়া।