চমকে গেলো পিলে
সিরাজুল ফরিদ
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:২০ এএম, ২৬ জুলাই ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১০:২৬ পিএম, ৩ আগস্ট ২০১৮ শুক্রবার

ইষ্টি কুটুম মিষ্টি কুটুম
কুটুম এলোন বাড়ি,
অচিন পুরের কুটুম নামেন
ত্রি-চাক্কা-যান গাড়ি।
ছাতিম তলায় কনের বিয়ে
কলা পাতার শাড়ি
হলুদ বাটার পাত্র কোথায়
আন-রে তাড়াতাড়ি।
কুটুম খাওয়ার ধুম লেগেছে
বসছে সারি সারি,
ডাল বিতরণ, এলোমেলো
ভাঙে ডালের হাঁড়ি।
ফির্ণি পায়েস জর্দা-পোলাও
বিলায় বাড়ি বাড়ি,
বরের বাবার বিরাট দাবি
করলো নোটিস জারি।
কনের পিতার মাথা গরম
রেগে দিলেন ঝাড়ি,
দুই কুটুমে ঝগড়া করে
নাড়িয়ে তাদের দাঁড়ি।
অবশেষে দিশ হারিয়ে
বর-কনে যায় মিলে,
ছাতিম তলায় কুটুম সবার
চমকে গেলো পিলে।