ঢাকা, শুক্রবার ১৮, অক্টোবর ২০২৪ ১০:৩৩:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

লুকিয়ে থাকা নাশকতাকারীদের ধরতে জনগণকে পাশে চান প্রধানমন্ত্রী

বাসস

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৩ এএম, ২৬ জুলাই ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে যারা নাশকতা চালিয়েছে, তারা দেশের আনাচে-কানাচে লুকিয়ে আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে তাদের ধরতে জনসাধারণকে পাশে থাকার আহ্বান জানান তিনি।

শুক্রবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে রাজধানীর রামপুরায় ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন শেষে এ আহ্বান জানান সরকারপ্রধান।

শেখ হাসিনা বলেন, যারা এমন হামলার সেঙ্গে জড়িত তারা দেশের আনাচে-কানাচে লুকিয়ে রয়েছে। তাদের খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করতে হবে। এজন্য দেশের জনগণের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, বিএনপি-জামায়ত অতীতের মতোই অগ্নি সন্ত্রাস করেছে। তবে এবার তারা আলাদা। তারা গান পাউডার ব্যবহার করেছে। দেশের বাইরে আন্দোলন ছড়িয়ে দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট ও মানুষের রুটি রুজি বন্ধের পাঁয়তারা করছে তারা।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২৫ জুলাই) আন্দোলন চলাকালে ক্ষতিগ্রস্ত রাজধানীর মিরপুর ১০ নম্বর মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

এদিনও ধ্বংসযজ্ঞকারীদের বিরুদ্ধে জনসাধারণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেছেন, আধুনিক প্রযুক্তির মেট্রোরেল পরিবহন এভাবে ধ্বংস করেছে তা মানতে পারছি না। সরকারের উন্নয়ন যারা ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। এ তাণ্ডব যারা করেছে, তাদের বিচার দেশবাসীকে করতে হবে।