ঢাকা, রবিবার ২৪, নভেম্বর ২০২৪ ৬:৪৪:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সেমিফাইনালে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক 

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৬ পিএম, ২৬ জুলাই ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে ফাইনালে যাওয়ার লড়াইয়ে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শুক্রবার (২৬ জুলাই) রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে হারলেও থাইল্যান্ড ও মালয়েশিয়াকে হারিয়ে সেরা চারে জায়গা করে নেয় টাইগ্রেসরা। লক্ষ্য এবার ভারতকে হারিয়ে ফাইনালের টিকেট কাটা।

টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড হতাশাজনক। এ পর্যন্ত মাত্র তিনটি জয়ের বিপরীতে ১৯টি ম্যাচে হেরেছে বাংলাদেশ। এরপরও গত দুই বছরের পারফরমেন্সের কারণে ভারতকে হারানোর আত্মবিশ্বাস যোগাচ্ছে বাংলাদেশকে।

বড় চ্যালেঞ্জ হলেও জ্যোতিদের অনুপ্রেরণা দিতে পারে ২০১৮ সালে ভারতকে হারিয়ে এশিয়া কাপ জয়ের সুখকর স্মৃতি। এতে সুযোগ আসবে দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের ফাইনালে খেলার।


ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম। ভারতের বিপক্ষে একাদশে ফিরতে পারেন গত ম্যাচে না খেলা মারুফা আক্তার। তাকে জায়গা ছেড়ে দিতে গিয়ে সাবিকুন্নাহার জেসমিন বাদ পড়তে পারেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, নিগার সুলতানা (অধিনায়ক), রুমানা আহমেদ, ইসমা তানজিম, রিতু মণি, রাবেয়া খান, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, জাহানারা আলম, মারুফা আক্তার।