দক্ষিণ আফ্রিকার প্রথম নারী প্রধান বিচারপতি মান্দিসা মায়া
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:৫৮ এএম, ২৭ জুলাই ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
দক্ষিণ আফ্রিকায় ইতিহাসে প্রথমবারের মতো প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন একজন নারী। তার নাম মান্দিসা মায়া। বৃহস্পতিবার (২৫ জুলাই) প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, দেশের প্রধান বিচারপতি হিসেবে মায়ার নাম ঘোষণা করেন।
বার্তাসংস্থা রয়টার্স বৃহস্পতিবার (২৫ জুলাই) একটি প্রতিবেদনে এমন খবর জানিয়েছে।
মান্দিসা মায়া একজন উপ-প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আগামী ১ সেপ্টেম্বর থেকে বর্তমান প্রধান বিচারপতি রেমন্ড জোন্ডোর স্থলাভিষিক্ত হবেন মান্দিসা মায়া।
মান্দিসা মায়া (৬০) তার পদোন্নতির আগে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট অফ আপিলের বিচারক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। গত ফেব্রুয়ারিতে রামাফোসা প্রধান বিচারপতির জন্য মায়াকে মনোনীত করেছিলেন এবং মে মাসে জুডিশিয়াল সার্ভিস কমিশনে তার সাক্ষাৎকার নেন।
রামাফোসা একটি বিবৃতিতে বলেছেন, কমিশন তাকে সুপারিশ করেছে এবং এ পদের জন্য নিয়োগ দিতে পারা দেশের জন্য একটি মাইলফলক।