ঢাকা, রবিবার ২৪, নভেম্বর ২০২৪ ৯:৫৩:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ফিলিস্তিনি শিশু জান্না বিশ্বের কনিষ্ঠ সাংবাদিক

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:১৯ পিএম, ২৭ জুলাই ২০১৮ শুক্রবার | আপডেট: ০৩:০০ পিএম, ২৮ জুলাই ২০১৮ শনিবার

বয়সটা কতই হবে, বড়জোর বার। এই বয়সে একটি মেয়ের স্কুলে থাকার কথা, বাবা-মার আদরে থাকার কথা। জীবনের সুখস্বপ্ন বোনার কথা। কিন্তু এসবের বাইরে সে। তার ব্যস্ততা স্বাধীনতা, সাম্য ও শান্তির মত কঠিন বিষয়গুলো নিয়ে। এই বয়সেই সে পরিচিত বিশ্বের সর্বকনিষ্ঠ সাংবাদিক হিসেবে।

 

বলছি ফিলিস্তিনে অধিকৃত পশ্চিমতীরের নবী সালেহ গ্রামে জন্ম নেয়া প্রতিবাদী শিশু জান্না তামিমির কথা। সবাই তাকে জান্না জিহাদ নামেই চেনে। এই বয়সেই সে পুরোদস্তর  একজন সাংবাদিক। ইতোমধ্যেই বিশ্বের সবচেয়ে কনিষ্ঠতম সাংবাদিক হিসেবে নিজের অবস্থান পাকা করে ফেলেছে জান্না। সাংবাদিক হিসেবে তার নামটি ইতোমধ্যে সবার কাছে পরিচিত হয়ে গেছে।


অবাক করা ব্যাপার হল তার সাংবাদিকতার হাতেখড়ি মাত্র সাত বছর বয়সে। তার চাচা বিলাল তামিমি একজন আলোকচিত্র সাংবাদিক। যিনি নবী সালেহ গ্রামে ইসরায়েলের ধ্বংসযজ্ঞের ছবি তুলেছিলেন। তার কাছ থাকেই সাংবাদিকতায় আকৃষ্ট হন জান্না। জান্নার বয়স যখন সাত তখন থেকেই সে হানাদারদের নৃশংসতার ছবি তুলে তা ফেসবুকের মাধ্যমে সবার সামনে তুলে ধরত। যে কারণে সামাজিক মাধ্যমে তার জনপ্রিয়তা বাড়তে থাকে।


৯ বছর থেকে পুরোপুরি সাংবাদিকতা শুরু করে জান্না জিহাদ। এখনও ইসরাইলি বাহিনীর বর্বরতার কথা নির্ভয়ে সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরছে সে।


গেল সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার জন্মশতবার্ষিকী উপলক্ষে ওয়ার্ক টুগেদার নামের একটি অনুষ্ঠানে গিয়েছিল সে। সেখানে এক বক্তব্যে জান্না জানায়, ‘আমরা কখনোই বলতে চাই না যে আমরা ভুক্তভোগী। যদিও আমরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছি। কিন্তু আমরা দাবি করছি আমরা হচ্ছি সেই মানুষ, যারা স্বাধীনতা, সাম্য ও শান্তি প্রতিষ্ঠার জন্য লড়াই করছি।’

 

তার প্রজন্ম ফিলিস্তিনকে স্বাধীনতা এনে দিতে পারবে বলে বিশ্বাস করে এ ফিলিস্তিনি শিশুটি। তার দাবি হচ্ছে প্রতিটি শিশুকে শান্তিতে বসবাস করতে দিন। শৈশব কেমন হতে পারে, সেটি বোঝার সুযোগটুকু তাদের দিন। সে লক্ষ্যেই দুর্বার গতিতে এগিয়ে চলছে অকুতোভয় মানবিক শক্তিতে বলীয়ান প্রতিবাদী জান্না জিহাদ।