কেরালায় ভূমিধস: নারী ও শিশুসহ প্রাণহানী ৫৬
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:৪২ পিএম, ৩০ জুলাই ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
ভারতের কেরালায় ভারি বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ ভূমিধসে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। মাটির নিচে চাপা পড়ে আছেন আরও অনেকে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, মেপ্পেদির পাহাড়ি এলাকায় ভূমিধস ঘটেছে। উপদ্রুত এলাকায় ইতোমধ্যে উদ্ধার তৎপরতা শুরু করেছে কেরালা রাজ্য সরকারের অধীন দুর্যোগ মোকাবিলা সংস্থা কেরালা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (কেসিডিএমএ)।কর্মকর্তারা জানিয়েছেন, মেপ্পেদিতে ভারী বর্ষণের কারণে বাধাগ্রস্ত হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, উপদ্রুত এলাকায় শত শত মানুষ আটকা পড়েছেন। তবে ঠিক কতসংখ্যক মানুষ ঘর-বাড়ি বা অন্য জায়গায় আটকে রয়েছেন, তা নির্দিষ্ট করে বলতে পারছেন না তারা।
জানা গেছে, ঘটনাস্থলের কাছেই চালিয়ার নামে একটি নদী রয়েছে। মালাপ্পুরমের নীলাম্বুরের মধ্যে দিয়ে বয়ে গেছে নদীটি। স্থানীয়দের আশঙ্কা, অনেকেই খরস্রোতা এই নদীতে ভেসে গেছে।