এএফসি চ্যাম্পিয়ন্স লিগ মাতাবে বাংলাদেশের ৪ তরুণী
স্পোর্টস ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:০৪ এএম, ২ আগস্ট ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
এবারই প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে এশিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ। যেখানে অংশগ্রহণ করছে এশিয়ার ১২টি ক্লাব। যার অংশ হওয়ার সুযোগ ছিল বাংলাদেশ নারী লিগের চ্যাম্পিয়ন দলের। যদিও বাংলাদেশ নারী লিগকে অপেশাদার বলে সেই সুযোগ নেয়নি বাফুফে।
তবে সেই সুযোগটা নিয়েছে ভুটানের ক্লাব রয়েল থিম্পু কলেজ এফসি। সেই সঙ্গে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ মাতাতে বাংলাদেশ থেকে চার ফুটবলারকেও দলে ভিড়িয়েছে ভুটানের ক্লাবটি। বাংলাদেশ নারী দলের সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা ও মনিকা চাকমা পেয়েছেন এ সুযোগ।
অবশ্য বিদেশি ক্লাবের হয়ে বেশ কয়েক বছর ধরেই খেলছে বাংলাদেশের নারী ফুটবলাররা। অধিনায়ক সাবিনা খাতুন মালদ্বীপ ও ভারতের ক্লাবের হয়ে ঘরোয়া লিগে খেলার পর এবার খেলবেন ভুটানের হয়ে। সাবিনা খাতুনের পর কলকাতা ইস্টবেঙ্গলের জার্সিতে খেলার সুযোগ পেয়েছেন সানজিদা আক্তার। সবশেষ মৌসুমে ইস্টবেঙ্গলের হয়ে দারুণ ফুটবল খেলে প্রশংসাও কুড়িয়েছেন তিনি।
বাংলাদেশ থেকে ভুটানের ক্লাবের হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাওয়া চার ফুটবলারকে আগামী ১০-৩১ আগস্ট পর্যন্ত ছাড়পত্র দিয়েছে বাফুফে। প্রথমবারের মতো হতে যাওয়া এএফসি চ্যাম্পিয়ন্স লিগের এ আসরে ‘ডি’ গ্রুপে রয়েছে রয়েল থিম্পু কলেজ এফসি। দলটি তাদের প্রথম ম্যাচ খেলবে ২৫ আগস্ট ইরানের বাম খাতুনের সঙ্গে। এরপর ২৫ আগস্ট দ্বিতীয় ম্যাচ তাদের প্রতিপক্ষ হংকংয়ের কিতচে স্পোর্টস ক্লাব।