শখের বশে সফল উদ্যোক্তা সুমনা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৩৪ পিএম, ৮ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ফারহানা আসমা সুমনার জন্ম ও বড় হওয়া ঢাকা ক্যান্টনমেন্টের মানিকদিতে। তার ডাকনাম সুমনা। সুমনার বাবা ছিলেন ইঞ্জিনিয়ার, মা পেশায় শিক্ষিকা। চার ভাই বোনের মধ্যে সবার ছোট সুমনা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পড়াশোনা করেছেন ঢাকার বিএফ শাহীন কলেজে। এরপর তিতুমীর কলেজ থেকে অনার্স শেষ করে সুমনা ২০০০ সালের জুলাই মাসে জয়েন করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে।
চাকরির তিন মাসের মাথায় বাবাকে হারিয়ে ভেঙে পড়েন তিনি। পরের বছর চাকরির সুবাদে গাজীপুরের পিটিআইতে যেতে হয় ট্রেনিংয়ের জন্য৷ মাস্টার্স পড়া হয়ে ওঠে না তার। পরবর্তীতে স্টামফোর্ড ইউনিভার্সিটি থেকে শেষ করেন এমবিএ।
সুমনার ইচ্ছা ছিলো ব্যাংকার হবেন। কিন্তু হয়ে যান স্কুলশিক্ষিকা। বিয়ের পর সংসার আর স্কুলের চাকরি নিয়ে ব্যস্ত থাকতে হয় তার। এর মধ্যেও ছোটবেলার শখ কাজে লাগিয়ে তিনি এখন সফল উদ্যোক্তা।