ঢাকা, শুক্রবার ২২, নভেম্বর ২০২৪ ৪:০৭:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ম্যানেজার পদে ক্রিকেটার বিথীকে পুনর্বহাল

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৯ পিএম, ৯ আগস্ট ২০২৪ শুক্রবার

সাবেক ক্রিকেটার ও কোচ আরিফা জাহান বিথী।

সাবেক ক্রিকেটার ও কোচ আরিফা জাহান বিথী।

রংপুর বিভাগে নারী ক্রিকেট দলের ম্যানেজার হিসেবে চাকরিতে পুনর্বহাল হয়েছেন সাবেক ক্রিকেটার ও কোচ আরিফা জাহান বিথী। ফেসবুকে এক পোস্ট দিয়ে এ খবরটি নিশ্চিত করেছেন বিথী নিজেই। 
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের মাঝে বিস্কুট এবং স্ন্যাকস দেওয়ার কারনে বরখাস্ত হয়েছিলেন বিথী। তবে মর্যাদার সাথে ম্যানেজার হিসাবে আবারও পুনর্বহাল করা হয়েছে তাকে। 
ফেসবুক পোস্টে বিথী লিখেন, ‘আলহামদুলিল্লাহ আমাকে রংপুর বিভাগীয় নারী ক্রিকেট দলের ম্যানেজার হিসেবে সম্মানজনকভাবে আমার পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। আমার ফেসবুকের সকলে অনেক সাপোর্ট করেছেন। আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি।’ 
তিনি আরও বলেন, ‘এর আগে ছাত্র আন্দোলনকারীদের এবং শহীদ আবু সাঈদ ভাইয়ের পরিবারকে সাহায্য করার জন্য আমাকে আমার পদ থেকে বরখাস্ত করা হয়েছিলো। আমাকে কেন বরখাস্ত করা হল জানতে চাইলে তারা বলে, আমি ছাত্র ও আবু সাঈদের পরিবারকে সাহায্য করেছি। ক্রিকেট আমার দ্বিতীয় পরিবার।’ 
ছাত্র গণআন্দোলনে পুলিশের গুলিতে প্রথম নিহত হন রংপুরের আবু সাঈদ।
ছাত্রদের গণআন্দোলনে গত ৫ আগস্ট পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।