ঢাকা, শুক্রবার ২২, নভেম্বর ২০২৪ ১২:৫৬:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৫ এএম, ১০ আগস্ট ২০২৪ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিকে নিয়ে ডাকা জরুরি ফুল কোর্ট সভা স্থগিত করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

শনিবার (১০ আগস্ট) ভার্চুয়াল মাধ্যমে বিচারপতিদের সভাটি করার কথা ছিল।  

 
তবে সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে এক বার্তায় হাইকোট ঘেরাও কর্মসূচির ঘোষণা দেয়া হয়। এ জন্য কার্জন হলের গেটে সবাইকে জড়ো হওয়ার আহ্বান জানান তারা। এ অবস্থায় ফুল কোর্ট সভা স্থগিত করলেন প্রধান বিচারপতি।
 
বুধবার (৭ আগস্ট) থেকে বন্ধ দেশের সব আদালতের কার্যক্রম। রোববারের (১১ আগস্ট) মধ্যে হাইকোর্টসহ সব আদালত খুলে দেয়ার দাবি জানিয়ে আসছেন আইনজীবীরা। একইসঙ্গে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিদের অপসারন দাবি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক আসিফ মাহমুদ ফেসবুকে পোস্ট দিয়েছেন।