ঢাকা, রবিবার ২৪, নভেম্বর ২০২৪ ৭:০৭:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ব্রাজিলে বিমান বিধ্বস্তে ২৮ নারীসহ ৬২ জনের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৭ এএম, ১১ আগস্ট ২০২৪ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্রাজিলের সাও পাওলোয় বিমান দুর্ঘটনায় নিহত ৬২ জনের সবার মরদেহ উদ্ধার করা হয়েছে। পাওয়া গেছে ফ্লাইট ডাটা রেকর্ডার বা ব্ল্যাকবক্স। কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এর আগে গতকাল শনিবার উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে কর্তৃপক্ষ। খবর বিবিসির।

নিহতদের নাম পরিচয় শনাক্তে কাজ করছে উদ্ধারকর্মীরা। দুই ইঞ্জিনের বিমানটি পরিচালনার দায়িত্বে ছিল ভোপাস এয়ারলাইন্স। এটি ব্রাজিলের ভিনহেদো শহরে বিধ্বস্ত হয়। তবে, দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, দুর্ঘটনাস্থলের আশপাশেই সবার মরদেহ মিলেছ। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। এদের মধ্যে ৩৪ জন পুরুষ এবং ২৮ জন নারী।

দেশটির সিভিল এভিয়েশন এজেন্সি জানিয়েছে, বিমানটি পরীক্ষা নিরীক্ষার পরই চালানোর অনুমতি দেয়া হয়। দুর্ঘটনার আগে বিমানে ত্রুটি বা বিরূপ আবহাওয়ার কোনো খবর জানাননি পাইলট। এ ঘটনায় তদন্ত চলছে।

উল্লেখ্য, শুক্রবার ব্রাজিলের পারানা থেকে সাও পাওলো যাওয়ার পথে বিধ্বস্ত হয় এয়ারলাইন-ভোয়েপাস-এর বিমানটি। ভিনহেদো শহরের আবাসিক এলাকায় আছড়ে পড়ে বিমানটি।