প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী ইমাম মজুমদার
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:০৯ পিএম, ১২ আগস্ট ২০২৪ সোমবার
আলী ইমাম মজুমদার। ফাইল ছবি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। আজ সোমবার তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আজ আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন। বিশেষ সহকারী পদে থাকাকালীন আলী ইমাম মজুমদার উপদেষ্টার (মন্ত্রী) পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।
আলী ইমাম মজুমদার ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৭ সালের বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারে চাকরিতে যোগ দেন। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সংবাদমাধ্যমে নিয়মিত লেখালেখি করেন।
গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এ সরকারের সদস্যসংখ্যা ১৭।