কম সময়ে ত্বকের দাগ দূর করার ঘরোয়া উপায়
লাইফস্টাইল ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৪৬ পিএম, ১৩ আগস্ট ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
র্যাশ, ফুসকুড়ি, ক্ষত— ত্বকের সমস্যার শেষ নেই। সমস্যা হলো এসব সমস্যা সেরে গেলেও থেকে যায় দাগ। আর সেই দাগ কিছুতেই যেতে চায় না। ত্বকে দাগ থাকলে সৌন্দর্যে ভাঁটা পড়ে, সাজ হয় মলিন। আর তাই অল্প সময়ে ত্বকের দাগ সারানোর উপায় খোঁজেন সবাই।
ত্বক থেকে র্যাশ বা ক্ষতর দাগ তুলবেন কীভাবে? চলুন জেনে নেওয়া যাক-
ঠান্ডা পানি
শরীরে দাগের নেপথ্যে থাকে ক্ষতস্থানের জীবাণু সংক্রমণ। তাই এই ক্ষতচিহ্ন নিয়মিত ঠান্ডা পানি দিয়ে ধোয়া উচিত। এতে ওই নির্দিষ্ট স্থানের রক্ত প্রবাহ কমে আসবে, জীবাণু সমূলে ধ্বংস হবে।
নারকেল তেল
অনেক সময়ে ফুসকুড়ি ত্বক থেকে প্রয়োজনীয় পুষ্টি টেনে নেয়। এতে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যায় আর দাগ সারতে চায় না। এক্ষেত্রে ভরসা রাখতে পারেন নারকেল তেলে। এটি ত্বকের আর্দ্রতা ফেরায়। দাগও ধীরে ধীরে কমে।
চা পাতা
ব্যাকটেরিয়া ও ছত্রাকের মতো জীবাণুর নাশে চা খুব উপকারী। চা ছেঁকে ফেলার পর চা পাতাগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। এরপর ক্ষতস্থানে সেই প্রলেপ লাগান। এক সপ্তাহেই মিলবে ফল।
অ্যালোভেরা
রূপচর্চা থেকে শুরু করে ত্বকের যত্ন নেওয়া সবকিছুতেই কাজ করে অ্যালোভেরা। এতে আছে নানাবিধ ভিটামিন। ক্ষতের দাগ সারাতেও কার্যকরী এটি। সরাসরি বা ত্বকচর্চার ক্রিম মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে দাগের ওপর রোজ অ্যালোভেরা লাগান।
বেকিং সোডা
ত্বকের জেদি দাগের হাত থেকে বাঁচাতে ভরসা রাখুন বেকিং সোডায়। অল্প পানিতে বেকিং সোডা মিশিয়ে দাগের ওপর লাগান। কিছুক্ষণ পরেই ধুয়ে ফেলুন।
ভিনেগার
ঈষদুষ্ণ পানিতে ভিনিগার মিশিয়ে গোসল করলেও ত্বকের নানা অবাঞ্ছিত দাগ মিলিয়ে যায়। এতে থাকা প্রোটিন ও অম্লের মতো উপাদান নিষ্প্রাণ ত্বকে আনে জেল্লাও।