প্যারিস অলিম্পিক: সবচেয়ে বেশি স্বর্ণ নারীদের
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:৩২ পিএম, ১৪ আগস্ট ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
প্যারিস অলিম্পিক গেমসে নারী স্বর্ণপদক জয়ীর সংখ্যা সবচেয়ে বেশি। পুরুষদের চেয়ে তারা এগিয়ে রয়েছেন। চীন এবং যুক্তরাষ্ট্র, দুই দিকেই নারী অ্যাথলেটদের আধিপত্য। যুক্তরাষ্ট্রের ৪০ স্বর্ণের মধ্যে ২৬টি নারী ক্রীড়াবিদদের এবং ১৩টি স্বর্ণ পুরুষ ক্রীড়াবিদ জয় করেছেন। চীনের ৪০ স্বর্ণের মধ্যে ১৯টি নারী ক্রীড়াবিদের এবং ১৭টি পুরুষ ক্রীড়াবিদের। অস্ট্রেলিয়ার ১৮টি স্বর্ণের মধ্যে ১৩টি নারীর দখলে।
প্যারিস অলিম্পিক গেমস আয়োজক ফ্রান্স স্বর্ণ জয় করেছে ১৬টি, এর মধ্যে ৪টি নারী ক্রীড়াবিদদের। জাপান ২০ স্বর্ণ জয় করলেও তাদের ঘরে পুরুষ জয়ীদের সংখ্যা বেশি, ৮। একই চিত্র নেদারল্যান্ডসের। ১৫ স্বর্ণের মধ্যে ৮টি জয় করেছেন পুরুষ ক্রীড়াবিদ। এবারের অনেক বিষয় নিয়ে বিতর্ক ছিল। আলজেরিয়ান বক্সার ইমান খেলাইফ এবং তাইওয়ানের বক্সার, সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। তারা পুরুষ। কিন্তু এই দুই ক্রীড়াবিদ নাকি নারী হয়ে জন্মেছিলেন।
ভারতের কুস্তিগীর ভিনেস ফোগাট। কুস্তিতে লড়াই করতে পারেননি। ৫৭ কেজি ফ্রি স্টাইল ইভেন্টে লড়াইয়ে নামার আগে দেখা যায় ভিনেস ফোগাটের ওজন ১০০ গ্রাম বেশি। তিনি ডিসকোয়ালিফাইড হন। প্যারিসে গিয়ে ভারতীয় কুস্তিগীরের ওজন প্রায় ২ কেজি বেড়ে গিয়েছিল।
অনেক চেষ্টা করে কমিয়ে আনা হয়েছিল। সারা রাত কম্বলে পেঁচিয়ে রাখা হয়েছিল। নানাভাবে তার ওজন কমাতে গিয়ে অতিরিক্ত চাপে ভিনেস ফোগাট অসুস্থ হয়ে পড়েছিলেন। সুস্থ করতে হাসপাতালে ভর্তি করতে হয়। সব চেষ্টার পর যখন কুস্তি ইভেন্টে আনার আগে সকাল বেলা যখন ওজন মাপা হয়, তখন ভিনেসের ওজন ১০০ গ্রাম বেশি দেখায়। সঙ্গে সঙ্গে তাকে ডিসকোয়ালিফাই করা হয়।