বাফুফের কিরণের বিরুদ্ধে চুরির অভিযোগ
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:২৪ পিএম, ১৭ আগস্ট ২০২৪ শনিবার
মাহফুজা আক্তার কিরণ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের বিরুদ্ধে সরাসরি চুরির অভিযোগ করেছেন সাবেক-বর্তমান অনেক নারী ফুটবলার। সংস্থাটির সভাপতি কাজী সালাউদ্দিনের বিরুদ্ধেও একই অভিযোগ তোলা হয়।
আজ শনিবার মতিঝিলের বাফুফে ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে বর্তমান ও সাবেক নারী ফুটবল খেলোয়াড়-কর্মকর্তারা। এসময় বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও কিরণের পদত্যাগের দাবিতে হওয়া বিক্ষোভে সাবেক অধিনায়ক ডালিয়া আক্তার বলেন, ‘তারা বাফুফেতে একনায়কতন্ত্র কায়েম করেছে। পদ আঁকড়ে ধরে আছে। অবিলম্বে তাদের বিদায় নিতে হবে। এবার সময় এসেছে, যোগ্যদের সুযোগ দিতে হবে।’
কিরণের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন ডালিয়া, ‘জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক থাকার পরও আমাকে নারী ফুটবলের কোথাও রাখা হয়নি। তারা সব কুক্ষিগত করে রেখেছে। আপনি (মাহফুজা আক্তার) চুরি ছাড়া আর কিছু করেননি। আপনি ভালোবাসেন আপনার চেয়ার। অলিম্পিক বাছাই খেলতে পাঠানো হয়নি আমাদের মেয়েদের। কত টাকা মেরে খেয়েছেন? এবার পদ থেকে সরে যান।’
এর আগে বাফুফের আর্থিক অনিয়মের অভিযোগে নিষিদ্ধ হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। আর আর্থিক জরিমানা হয়েছে সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদীসহ একাধিক কর্মকর্তা।