বাংলাদেশে হচ্ছে না নারী বিশ্বকাপ
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:০০ পিএম, ২১ আগস্ট ২০২৪ বুধবার
প্রতীকী ছবি
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে হচ্ছে না। টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নিয়েছে আইসিসি। মঙ্গলবার (২০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা।
টুর্নামেন্ট সরিয়ে নেওয়া হলেও নারী বিশ্বকাপের আয়োজক হিসেবে বাংলাদেশের নামই থাকছে। ভেন্যু হিসেবে থাকছে আরব আমিরাত। ৩ থেকে ২০ অক্টোবর দেশটির দুই ভেন্যু- দুবাই ও শারজাতে হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের ম্যাচগুলো।
কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল, বাংলাদেশ থেকে সরে যাচ্ছে মেয়েদের বিশ্বকাপ। মঙ্গলবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। আইসিসির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেছেন, “বাংলাদেশে এই ইভেন্টটি আয়োজনের জন্য সব ধরনের চেষ্টা করার জন্য বিসিবিকে ধন্যবাদ জানাচ্ছি। তবে অংশগ্রহণকারী কয়েকটি দেশের সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে এটি কার্যকর করা হয়ে ওঠেনি। যদিও আয়োজক স্বত্ব তাদের কাছেই থাকবে। নিকট ভবিষ্যতে আইসিসির বৈশ্বিক প্রতিযোগিতা বাংলাদেশের আয়োজন করতে মুখিয়ে আছি।”
এবারের আসরের কার্যক্রম ১৫ আগস্ট থেকে শুরু করতে চেয়েছিল আইসিসি। এজন্য একজন প্রতিনিধি বাংলাদেশে ছিলেন। কিন্তু জুলাইয়ের শেষ থেকে বাংলাদেশে ছাত্র আন্দোলনের কারণে সরকার পতনের পর সব কিছু পাল্টে যায়।
১৫ আগস্ট থেকেই আইসিসি বিসিবির কাছে জানতে চেয়েছিল বিশ্বকাপ আয়োজন করতে তারা সক্ষম কিনা। বিসিবি ২০ আগস্ট পর্যন্ত সময় চেয়ে নিয়েছিল আইসিসিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে। এই সময়সীমা আসলে একটি আনুষ্ঠানিকতা মাত্র। এরকম টুর্নামেন্ট আয়োজনের মতো অবস্থাই নেই দেশে।
সরকার পরিবর্তনের পর দেশে মূল সমস্যা নিরাপত্তা। এই ইস্যুতে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ডসহ বেশ কয়েকটি রাষ্ট্র বাংলাদেশে তাদের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। দেশের এই অস্থির সময়ে এমন এক বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন ঝুঁকিপূর্ণও। এগুলোই আসলে বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়ার কারণ।
এছাড়া অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক অ্যালিসা হিলি এই মুহূর্তে বাংলাদেশে টুর্নামেন্টটি হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন দুই দিন আগে।