ঢাকা, শনিবার ২৩, নভেম্বর ২০২৪ ১৭:৩৯:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভুটানে গিয়ে মাঠের বাইরে ফুটবলার সাবিনা 

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৮ এএম, ২৬ আগস্ট ২০২৪ সোমবার

বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন।  ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। ছবি: সংগৃহীত

প্রথম ম্যাচে রেজিস্ট্রেশন জটিলতার কারণে ভুটানের থিম্পু রয়েল কলেজের হয়ে এএফসি চ্যাম্পিয়নস-এর প্রথম ম্যাচ খেলতে পারেননি বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। বাকী ম্যাচগুলোও খেলতে পারবেন কিনা তা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে।

ভুটানে প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে এএফসি চ্যাম্পিয়নস ক্লাব নারী ফুটবল। ভুটানের ক্লাবের হয়ে খেলতে গেছেন বাংলাদেশের চার ফুটবলার। 

এই দলে বাংলাদেশের অন্য তিন ফুটবলার মারিয়া মান্ডা, রিতুপর্না এবং মনিকা চাকমা খেলেছেন। ইরানের বামখাতন এফসির বিপক্ষে ২-১ গোলে হেরেছে সাবিনাদের থিম্পু রয়েল কলেজ। বাংলাদেশের রিতুপর্না গোল করেছেন। 

ভুটান থেকে সাবিনা জানিয়েছেন, 'ওরা (থিম্পু রয়েল কলেজ দলের কর্মকর্তা) ট্রাই করেছে। আসলে ভুলটা তাদের। রেজিস্ট্রেশনের প্রসেসটা হয়তো জানা নেই। আমাদের বললে আমরা নিজেরাই ক্লিয়ারেন্স নিয়ে আসতাম।' 

সাবিনা খাতুন গত মৌসুমে ভারতের লিগের একটি ক্লাবের হয়ে খেলেছেন। সেই ক্লাব থেকে ক্লিয়ারেন্স নিয়ে ভুটানের ক্লাবে খেলতে হবে। কিন্তু সেটি না করায় সাবিনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়নি। অন্য তিন ফুটবলার কোনো দেশের ক্লাবে খেলেননি বলে তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হতে সমস্যা হয়নি। 

সাবিনা জানান, খেলতে না পারলেও এখনোই ঢাকায় ফিরছেন না তিনি। খেলা শেষ হলে ফিরবেন। 

তিনি বলেন,  'আমার ক্লাব এখনো আমাকে মাঠে নামানোর চেষ্টা করছে'।