অক্টোবর থেকে সুপারশপে পলিব্যাগ ব্যবহার না করার নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:৫১ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৪ সোমবার
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আগামী পহেলা অক্টোবর থেকে সারা দেশের সুপারশপগুলোতে পলিথিনের শপিং ব্যাগ ব্যবহার না করার নির্দেশনা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
পলিব্যাগের বিকল্প হিসেবে সুপারশপে পাট ও কাপড়ের ব্যাগ রাখার নির্দেশও দিয়েছেন তিনি।
আজ সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সুপারশপের মালিকসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠক শেষে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পলিথিন ব্যাগের ব্যবহার তো আগেই সরকার নিষিদ্ধ করেছিল। কিন্তু নানা কারণে এর ব্যবহার বন্ধ করা যায়নি। এখন সুপারশপের মাধ্যমে আমরা নতুন করে সিদ্ধান্তটি কার্যকর করার চেষ্টা করছি।
সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে সুপারশপের মালিকরা সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন তিনি।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ বলেন, আমরা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছি না। তাদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি বাস্তবায়নে তারাও আমাদের কাছে কিছু সহযোগিতা চেয়েছেন। আমরা সেগুলো বিবেচনা করছি।
পর্যায়ক্রমে অন্যান্য দোকানপাটেও পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ করা হবে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, পরিবেশ রক্ষায় ২০০২ সালে পলিথিনের শপিং ব্যাগ উৎপাদন, ব্যবহার, বিপণন ও বাজারজাতকরণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার। যদিও পরবর্তীতে সেটির খুব একটা কার্যকারিতা দেখা যায়নি।
শপিং ব্যাগ ব্যবহার না করার বিষয়ে চলতি মাসের মধ্যভাগ থেকে সারা দেশে প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কাজে তরুণ ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা।
এছাড়া আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে পলিথিন ব্যাগের বিকল্প পরিবেশ বান্ধব ব্যাগের উৎপাদনকারীদের নিয়ে পরিবেশ অধিদপ্তর একটি মেলার আয়োজন করবে বলেও জানিয়েছেন তিনি।