ঢাকায় কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধে তীব্র যানজট
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:০৬ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
বিতর্কিত ইনস্ট্রাক্টরদের অপসারণ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে চার বছর মেয়াদী করাসহ ছয় দফা দাবিতে ঢাকার তেজগাঁও সাত রাস্তা এলাকায় সড়ক অবরোধ করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।
এতে কারওয়ানবাজার, ফার্মগেট, বিজয় সরণিসহ বেশকিছু এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। গন্তব্যে পৌঁছাতে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
দাবি পূরণে বেলা ১২টার দিকে 'কারিগরি ছাত্র আন্দোলন'র ব্যানারে একদল শিক্ষার্থী সাতরাস্তা এলাকায় সড়ক অবরোধ করে। কর্তৃপক্ষের তরফ থেকে দাবি পূরণের আশ্বাস না পাওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে জানিয়েছেন তারা।
"আমরা আন্দোলন করে শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছি। এখন রাষ্ট্র সংস্কারের কাজ শুরু হয়েছে। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানেও একইভাবে সংস্কার করা প্রয়োজন। সেজন্যই আমরা পথে নেমেছি," বিবিসি বাংলাকে বলেছেন এক শিক্ষার্থী।
এদিকে, অবরোধের মুখে সাতরাস্তয় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে, যার প্রভাব পড়ে আশপাশের সড়কগুলোতেও।
বিকেল সাড়ে তিনটা পর্যন্ত শাহবাগ, বাংলামোটর, কারওয়ানবাজার, ফার্মগেট, বিজয় সরণি, মহাখালী, বনানী, হাতিরঝিল, মগবাজারসহ বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা গেছে।
অনেক যাত্রী জানিয়েছেন যে, তারা দুই তিন ঘণ্টা ধরে সড়কে আটকে রয়েছেন।
"দুই ঘণ্টারও বেশি সময় ধরে বসে আছি। গাড়ি একদমই নড়ে না," বলেন হাবিবুল ইসলাম নামের এক বাসযাত্রী।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো:
• ২০২১ সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সব ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং সব প্রতিষ্ঠান থেকে দ্রুত অপসারণ করতে হবে।
• ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর মেয়াদী করতে হবে এবং প্রতি সেমিস্টার পূর্ণ মেয়াদের ৬ মাস করতে হবে।
• উপসহকারী প্রকৌশলী পদে (দশম গ্রেড) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাড়া অন্য কেউ আবেদন করতে পারবে না এবং উপসহকারী প্রকৌশলী ও সমমান পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে।
• কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত কোনো জনবল থাকতে পারবে না।
• কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত নিয়োগ বিধিমালা সংশোধন করতে হবে।
• ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ বাড়াতে হবে।