১১১ বার পেছালো সাগর-রুনির হত্যা মামলার তদন্ত প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:১৫ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৪ সোমবার
ফাইল ছবি।
বাংলাদেশের সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১১১ বারের মতো পেছানো হয়েছে।
আগামী ১৫ অক্টোবর প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ নির্ধারণ করেছে আদালত।
আজ সোমবার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ছিল। কিন্তু এ দিন মামলার তদন্ত সংস্থা র্যাব প্রতিবেদন দাখিল করে নি। পরে আদালত আবার নতুন দিন ঠিক করেন।
মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আট জন।
২০১২ সালের এগারই ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি ভাড়া বাসায় খুন হন।