শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:২১ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৪ বুধবার
প্রতীকী ছবি
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠান নিউইয়র্কে সংস্থার সদর দপ্তরে শুরু হচ্ছে। সাত দিনব্যাপী এই অনুষ্ঠান শুরু হবে আগামী ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার। খবর তাস-এর।
বার্ষিক অধিবেশনের আলোচ্যসূচিতে সংঘাত নিরসন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করাসহ বিস্তৃত বিষয় নিয়ে আলেচনা করা হবে।
উচ্চ-পর্যায়ের বৈঠকের এক সপ্তাহ হবে ঐতিহ্যগতভাবে নতুন অধিবেশনের মূল অনুষ্ঠান। ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অধিবেশনের ফাঁকে বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে ২৯ সেপ্টেম্বর বিরতি থাকবে।
এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রাশিয়ান প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আগামী ২৮ সেপ্টেম্বর সাধারণ পরিষদের বক্তৃতামঞ্চ থেকে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।