নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকিট লাগবে না যাদের
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:২৩ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৪ বুধবার
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট মূল্য প্রকাশ উপলক্ষে বুর্জ খলিফায় লেজার শো। ছবি: সংগৃহীত
চলতি বছরের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। তবে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের বাস্তবতায় সেই আয়োজনের দায়িত্ব পড়ে সংযুক্ত আরব আমিরাতের ওপর। আজ বুধবার জানা গেল, টুর্নামেন্টটির টিকিটের মূল্য।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এখনো ২০ দিন বাকি। আজ আইসিসি জানিয়েছে, এই টুর্নামেন্টের টিকিটের মূল্য শুরু হবে ৫ দিরহাম থেকে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৬২ টাকার মতো। এছাড়া ১৮ বছরের কম বয়সীদের জন্য কোনো টিকিটের প্রয়োজন হবে না।
আজ বুধবার টিকিটের মূল্য প্রকাশ উপলক্ষে দেশটির সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফায় একটি লেজার শো করা হয়। আইসিসির প্রধান নির্বাহী জিও অ্যালারডাইস বলেছেন, ‘সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর বৈচিত্র্যতা।’ টুর্নামেন্টের সবগুলো দল ও খেলোয়াড়ই সমর্থন পাবেন বলে বিশ্বাস তার।
আগামী ৩ অক্টোবর থেকে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৮ দিনে মোট ২৩টি ম্যাচ খেলবে দলগুলো। দুইটি গ্রুপে ৫টি করে মোট ১০টি দল খেলবে। রাউন্ড রবিন লিগে প্রত্যেক দল তার গ্রুপের চারটি দলের বিপক্ষে খেলবে। প্রত্যেক গ্রুপের শীর্ষ দুইটি দল নকআউট পর্বে খেলবে।
গ্রুপ ‘এ’-তে আছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলংকা। অন্যদিকে, ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।
টুর্নামেন্টের ২০টি লিগ ম্যাচ হবে শারজাহ ও দুবাইতে। আগামী ৩ অক্টোবর উদ্বোধনী ম্যাচে লড়বে বাংলাদেশ ও স্কটল্যান্ড। ১৭ অক্টোবর প্রথম সেমিফাইনাল দুবাইতে ও ১৮ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল হবে শারজাহতে। একদিন বিরতি দিয়ে ২০ অক্টোবর হবে ফাইনাল।