ঢাকা, শুক্রবার ২০, সেপ্টেম্বর ২০২৪ ৩:৩২:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

হঠাৎ মেট্রোরেল চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩২ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২৪ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

উত্তরা থেকে মতিঝিলগামী মেট্রোরেল চলাচল হঠাৎ করে বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে শুধু আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত ট্রেন চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আজ বুধবার সকাল সাড়ে ৯ টায় মতিঝিলগামী ট্রেনটি শেওড়াপাড়া স্টেশনে পৌঁছালে ট্রেন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়।

সরেজমিনে দেখা যায়, সকাল পৌনে ৯ টা থেকে মতিঝিল গামী ট্রেন উত্তরা থেকে বিলম্ব করে আসতে থাকে। ফলে প্রতিটি স্টেশনে যাত্রীদের চাপ ব্যাপক ভাবে বাড়তে থাকে। এই পরিস্থিতিতে একটি ট্রেন উত্তরা থেকে শেওড়াপাড়া স্টেশনে সকাল সাড়ে ৯ টার দিকে পৌঁছালে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। এর ১০ মিনিট পর ট্রেনের কর্তৃপক্ষ যান্ত্রিক কথা জানিয়ে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে ঘোষণা করে।

মেট্রোরেল কর্তপক্ষ জানায়, উত্তরা থেকে মতিঝিল এর ট্রেনের লাইনে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত।