ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কারাম উৎসব উদযাপন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:১২ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
ঠাকুরগাঁও জেলায় উদযাপিত হয়েছে দুই দিনব্যাপী ওরাঁও, সাঁওতালসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের কারাম উৎসব।
পরিবারের সুখ-শান্তি জন্য ও নিজেদের সুস্থতায় কারাম নামের একটি বিশেষ বৃক্ষের বন্দনার মধ্য দিয়ে এ সম্প্রদায়গুলোর লোকজন উৎসবটি পালন করে।
মঙ্গলবার রাতে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের পাঁচপীরডাঙ্গা গ্রামে শুরু হয় এ উৎসব। আজ বুধবার কারাম গাছের পূজাঅর্চনা শেষে নদীতে ভাসিয়ে দিয়ে এই উৎসবের সমাপ্তি হবে।
প্রতিবছর ভাদ্রের শেষে এবং আশ্বিনের শুরুতে ওরাঁও জনগোষ্ঠী এই উৎসব আয়োজন করে। ওরাঁওদের হিসেবে ভাদ্র মাসের শুক্লা একাদশী তিথিতে এই উৎসব পালিত হয়। উৎসবে গাছ দেবতা যেন সামনের বছরে ভালো ফসল দেন সে প্রার্থনা করা হয়। এই গাছকে ঘিরে চলে আরাধনার গান। শিশু হতে কিশোর বৃদ্ধা যুবক-যুবতীরা সবাই এই গানে সুরে সুর মিলিয়ে গাছ দেবতার প্রার্থনায় মেতে উঠে। গাছ দেবতার সান্নিধ্য পাওয়ার জন্য ধান, সর্ষেদানা, কালাই, গম নানা ফসলের বীজ এই কারাম গাছের গোড়ায় রাখা হয়। যেন গাছ দেবতা সামনের বছর ভাল ফলন দেন সে প্রার্থনা করে রাতভর চলে এই সম্প্রদায়ের নৃত্যগীত।
এ সময় উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও রেভিনিউ ডেপুটি কালেক্টর কায়রুল ইসলাম, নেজারত ডিপুটি কালেক্টর পলাশ তালুকদারসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতাসহ অন্যান্যরা।