ঢাকা, শনিবার ২৩, নভেম্বর ২০২৪ ১৩:৪২:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সহজেই উদ্ধার করুন ডিলিট হওয়া ফোন নম্বর

প্রযুক্তি ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৯ এএম, ২১ সেপ্টেম্বর ২০২৪ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আমরা প্রায়ই স্মার্টফোনে বিভিন্ন কাজ করার সময় ভুলবশত গুরুত্বপূর্ণ ফোন নম্বর মুছে ফেলি। এমন পরিস্থিতিতে সমস্যায় পড়তে হয়, বিশেষত যখন সেই নম্বরটি খুবই জরুরি হয়ে ওঠে। কিন্তু চিন্তার কিছু নেই। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য গুগল অ্যাকাউন্টের মাধ্যমে মুছে ফেলা ফোন নম্বর সহজেই পুনরুদ্ধার করা সম্ভব।

আসুন দেখে নেই কীভাবে এটি করবেন।

গুগল কন্টাক্টস ব্যবহার করে নম্বর উদ্ধার

যদি আপনি আপনার ফোনের কন্টাক্টস গুগল অ্যাকাউন্টে সিঙ্ক করে থাকেন, তাহলে মুছে ফেলা নম্বর পুনরুদ্ধার করা সহজ হয়ে যায়। গুগল কন্টাক্টস অ্যাপে সর্বশেষ ৩০ দিনের মধ্যে মুছে ফেলা কন্টাক্টগুলো স্বয়ংক্রিয়ভাবে "বিন" বা ডিলিটেড ফোল্ডারে সংরক্ষিত থাকে। তাই আপনি সহজেই এই নম্বরগুলো ফিরে পেতে পারেন।

ধাপে ধাপে নম্বর উদ্ধারের পদ্ধতি

গুগল কন্টাক্টস অ্যাপে প্রবেশ: প্রথমে আপনার স্মার্টফোন থেকে গুগল কন্টাক্টস অ্যাপটি খুলুন।
অর্গানাইজ ট্যাব নির্বাচন করুন: অ্যাপের নিচের দিকে থাকা ‘অর্গানাইজ’ ট্যাবে ক্লিক করুন।

বিন অপশন নির্বাচন: এরপর 'বিন' অপশনটিতে ক্লিক করুন, যেখানে মুছে ফেলা কন্টাক্টগুলো দেখা যাবে।

রিকভার করুন: যে ফোন নম্বরটি আপনি পুনরুদ্ধার করতে চান সেটি নির্বাচন করে ওপরের ‘রিকভার’ অপশনটিতে ক্লিক করুন।

ব্যস, মুছে ফেলা নম্বরটি আপনার কন্টাক্ট লিস্টে পুনরায় যুক্ত হয়ে যাবে।

কিছু গুরুত্বপূর্ণ বিষয়
গুগল কন্টাক্টস অ্যাপে সর্বশেষ ৩০ দিনের মধ্যে মুছে ফেলা নম্বরগুলো পুনরুদ্ধার করা সম্ভব। এর বেশি সময় পেরিয়ে গেলে, মুছে ফেলা নম্বরগুলো পুনরুদ্ধার করা যাবে না। নিয়মিতভাবে আপনার কন্টাক্টস সিঙ্ক করে রাখলে এই ধরনের সমস্যা এড়ানো সহজ হবে।

সংরক্ষণের গুরুত্ব
এখন আমরা সবাই স্মার্টফোনের ওপর নির্ভরশীল।

তাই ফোনের গুরুত্বপূর্ণ নম্বর সংরক্ষিত রাখা অত্যন্ত প্রয়োজনীয়। আপনি গুগল কন্টাক্টসের মতো সিঙ্কিং সিস্টেম ব্যবহার করলে নম্বর হারিয়ে যাওয়ার আশঙ্কা কমে যায় এবং প্রয়োজনে দ্রুত পুনরুদ্ধার করা যায়। তাই আপনি যেন আপনার গুরুত্বপূর্ণ কন্টাক্টগুলো সবসময় সঠিকভাবে সংরক্ষণ করেন, সেটি নিশ্চিত করা উচিত।
স্মার্টফোন থেকে মুছে ফেলা ফোন নম্বর সহজেই ফিরে পাওয়া সম্ভব, শুধু জানা থাকতে হবে সঠিক পদ্ধতি।