যে কারণে মোদিকে চিঠি পাঠালেন মমতা
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৪৪ এএম, ২১ সেপ্টেম্বর ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল শুক্রবার লেখা চার পাতার সেই চিঠিতে দামোদর ভ্যালি করপোরেশনের (ডিভিসি) বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন তিনি। এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারিও দিয়েছেন মমতা।
চিঠিতে মমতা জানিয়েছেন, বর্তমানে দক্ষিণবঙ্গের এক হাজার বর্গকিলোমিটারের বেশি এলাকা বন্যাকবলিত।
৫০ লাখ মানুষ বিপর্যস্ত। ২০০৯ সালের পর এমন বন্যা আর কখনো হয়নি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, ‘ডিভিসি পরিচালিত মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে অপরিকল্পিতভাবে পাঁচ লাখ কিউসেকের বেশি পানি ছাড়ার কারণে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়ই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও বাঁকড়ার মানুষ বিপর্যস্ত।
এত পানি ডিভিসি আগে কখনো ছাড়েনি। দামোদর ও এর কাছের এলাকা বন্যায় ভেসে গেছে। আমি নিজে বন্যাকবলিত এলাকাগুলো ঘুরে দেখেছি। আমি বলতে বাধ্য হচ্ছি, এটা ম্যান মেড বন্যা।
ডিভিসি আরো পরিকল্পিতভাবে বাঁধ ও জলাধারগুলো নিয়ন্ত্রণ করলে এই বন্যা আটকানো যেত।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা