ঢাকা, শনিবার ২১, ডিসেম্বর ২০২৪ ১৮:০৪:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজ থেকে শাহজালাল বিমানবন্দরের আশপাশ ‘নীরব এলাকা’

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২০ পিএম, ১ অক্টোবর ২০২৪ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশের দেড় কিলোমিটার এলাকা আজ থেকে ‘সাইলেন্ট জোন’ বা ‘নীরব এলাকা’ হিসেবে বিবেচিত হবে।

রোববার (১ অক্টোবর) সকালে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন এক বার্তায় জানান, সাইলেন্ট জোন হবে বিমানবন্দরের উত্তর এবং দক্ষিণ উভয় দিকের নির্ধারিত অঞ্চলটি স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত প্রসারিত।

এর আগে, রোববার (২৯ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এই ঘোষণা দিয়েছিল।

বিমানবন্দরের আশপাশে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০০৬-এর বিধি-৪-এর সঙ্গে সঙ্গতি রেখে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে জানানো হয়।