বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আজ মাঠে নামছে টাইগ্রেসরা
স্পোর্টস ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:১৩ এএম, ৩ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
রাজনৈতিক কারণে বাংলাদেশ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে। আজ মাঠে গড়াচ্ছে এবারের নারী টি-২০ বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচ খেলতে আজই স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেল ৪টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ হওয়ায় জয় দিয়ে টি-২০ বিশ্বকাপের মিশন শুরু করতে চায় টাইগ্রেসরা। তবে বিশ্বকাপে বাংলাদেশ দলের জয় উদযাপন নেই খুব বেশি। বিশ্বকাপে ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ৫টি বিশ্বকাপে ২১টি ম্যাচ খেলে বাংলাদেশ। এর মধ্যে মাত্র ২টিতে জয় পেয়েছে। তবে এবারের বিশ্বকাপে বড় স্বপ্ন নিয়ে সংযুক্ত আরব আমিরাতে গেছে টাইগ্রেসরা।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর নারী দলের আনুষ্ঠানিক ফটোসেশন শেষে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘প্রথমত ম্যাচ জিততে চেষ্টা করব। ২০১৪ ছাড়া একটা বিশ্বকাপেও আমরা ম্যাচও জিততে পারিনি। ভালো ক্রিকেট খেলেছি। তবে ভালো ক্রিকেট খেলার কোনো মানে নাই, যদি আপনি ম্যাচ জিততে না পারেন। প্রথমত আমরা ম্যাচ জিততে চাই। দ্বিতীয়ত যখন আমরা ফ্লো পাব, আমাদের যে দল আমরা সেমিফাইনাল খেলেতে পারব বলে মনে করি।’
জ্যোতি বলেন, আমাদের লক্ষ্য থাকবে সেভাবেই। আমরা জানি যে আমাদের ক্রিকেটটা যদি এক ধাপ এগিয়ে নিতে চাই, তাহলে বিশ্বকাপের চেয়ে বড় মঞ্চ আর হতে পারে না। ওখানে ভালো পারফরম্যান্স করলে শুধু আমরা না, যারা বাংলাদেশে ক্রিকেট খেলে, বাকি যে মেয়েরা আছে, যারা বাংলাদেশের জার্সি গায়ে খেলতে চায় তাদের জন্য আমরা ভালো কিছু করতে চাই।
তিনি বলেন, প্রথম ম্যাচ স্পেশাল, তাই তো প্রথম ম্যাচ জিততে চাই। আমার জন্য এটা সব থেকে স্পেশাল। কারণ, বিশ্বকাপে আমাদের প্রথম ম্যাচটি আমার টি-টোয়েন্টি ক্যারিয়ারের শততম ম্যাচ হবে। আমার জন্য এবং আমার দলের জন্য এটা অনেক বড় একটা অর্জন হবে। যদি আল্লাহ সুস্থ রাখেন তাহলে তো অবশ্যই খেলব। যদি খেলি, প্রথম লক্ষ্য এটাই থাকবে যেন জিততে পারি।
বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মারুফা আক্তার, দিপা বিশ্বাস, সাথী রানী, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মণি, নাহিদা আক্তার, সুলতানা খাতুন, সুবহানা মুস্তারি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নাহার, রাবেয়া খান।