কাজে যোগ দিয়েছেন গাজীপুরের পোশাকশ্রমিকরা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:১৩ পিএম, ৩ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে কাজে যোগ দিয়েছেন গাজীপুরের পোশাকশ্রমিকরা।
আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ৮টার আগেই নারী-পুরুষ শ্রমিকেরা কাজে যোগ দিতে দেখা যায় শিল্প অধ্যুষিত গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকায় কারখানাগুলোতে।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় শিল্প এলাকায় কাজ করছেন শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ ছাড়া কারখানার নিজস্ব নিরাপত্তা কর্মীরা মূল ফটকে অবস্থান নিয়ে কাজ করছেন। শ্রমিকেরা তাদের নিজেদের আইডি কার্ড প্রদর্শন করে কারখানায় প্রবেশ করছেন। এখনও কোনো অপ্রীতিকর ঘটনা বা শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি।
এর আগে বুধবার চন্দ্রা ত্রিমোড় এলাকায় নায়াগ্রা টেক্সটাইল কারখানায় শ্রমিক বিক্ষোভের মুখে তিন ঘণ্টা বন্ধ ছিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। এ ছাড়া চৌধুরী বাড়ি এলাকায় চাকরি প্রত্যাশীদের আন্দোলনের মুখে ১২টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।