ঢাকা, শনিবার ২১, ডিসেম্বর ২০২৪ ২৩:২২:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাজধানীতে আজকে নানা শাক-সবজির বাজার দর

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৬ পিএম, ১৪ অক্টোবর ২০২৪ সোমবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

রাজধানীর বিভিন্ন বাজারে আজ সোমবার সব পণ্যের দাম আকাশচুম্বি। যেমনি বাড়তির দিকে চাল, মাছ, মাংসের দাম তেমনি দাম বেড়েছে শাক-সবজির।

আজকের বাজার দর: 
টমেটো: ২৮০ টাকা
মরিচ: ৪০০
ধনিয়া পাতা: ৫৫০
গাজর: ২২০ টাকা
ডিমের হালি: ৭০ টাকা
লাউ: ১০০ টাকা (প্রতি পিস) 
বেগুন: ১৪০ টাকা
কচুর লতি: ১০০ টাকা
মুলা: ১০০ টাকা 
পটল: ১০০ টাকা
ঢেঁড়স: ১২০ টাকা
শসা: ৮০ টাকা 
সিম: ৪০০ টাকা 
মিষ্টি কুমড়া: ৭০ টাকা 
করল্লা: ১২০ টাকা 
পেঁপে: ৪০ টাকা 
বরবটি: ১৪০
লাল শাক:৪০ টাকা
বাঁধাকপি: ৯৫ টাকা।