ঢাকা, শনিবার ২৩, নভেম্বর ২০২৪ ১৬:১৭:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সাগরে ফের নিম্নচাপ, বন্দরে দূরবর্তী সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০৩ পিএম, ১৬ অক্টোবর ২০২৪ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়েছে।

আজ বুধবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এটি আজ ১৬ই অক্টোবর ভোর ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে যথাক্রমে ১৪৭০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৪২০ কিলোমিটার, মোংলা সমুদ্র বন্দর থেকে ১৩৪৫ কিলোমিটার ও পায়রা সমুদ্রবন্দর থেকে ১৩৫৯ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

বলা হয়েছে, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার।

এটি দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

তাই, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।