ঢাকা, শনিবার ২৩, নভেম্বর ২০২৪ ১৮:৩১:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৫ এএম, ১৮ অক্টোবর ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ১২টা ৪৩ মিনিটে এই ভূমিকম্পের ঘটনা ঘটে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪১ কিলোমিটার দক্ষিণে, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার। ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও বরিশাল বিভাগেও এই কম্পন অনুভূত হয়।
ভূমিকম্পটি অনুভূত হওয়া জেলাগুলোর মধ্যে রয়েছে: ঢাকা, মাদারীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, চাঁদপুর, ফরিদপুর, লক্ষ্মীপুর, গাজীপুর, গোপালগঞ্জ, নড়াইল, ভোলা, কুমিল্লা, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, পিরোজপুর, যশোর, খুলনা, কিশোরগঞ্জ এবং সিরাজগঞ্জ।

সর্বশেষ ৬ সেপ্টেম্বর রংপুর ও আশপাশের এলাকায় একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ২০২৩ সালে বাংলাদেশে মোট ১১টি হালকা ও মাঝারি ভূমিকম্প হয়েছে, যদিও তাতে তেমন ক্ষতি হয়নি।

বাংলাদেশের ভূমিকম্প পরিস্থিতি গত কয়েক মাসে বিভিন্ন সময়ে লক্ষ্য করা গেছে, যার মধ্যে উল্লেখযোগ্য ভূমিকম্পগুলোর মধ্যে ১৪ ফেব্রুয়ারি, ১৬ জুন এবং ২৯ আগস্টের ভূমিকম্পগুলো অন্তর্ভুক্ত। সাম্প্রতিক ভূমিকম্পের ঘটনায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।