ঢাকা, মঙ্গলবার ২২, অক্টোবর ২০২৪ ৮:৩৫:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ডেঙ্গুতে এক দিনে চারজনের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ১৯ অক্টোবর ২০২৪ শনিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১২১ জন। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন। 

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ২৭০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৭৯, ঢাকা বিভাগে ১৮৪, বরিশালে ১৪৬, চট্টগ্রামে ১৪৯, খুলনায় ১১২, রাজশাহীতে ৪৪ ও ময়মনসিংহে ২৮।

চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৫৮২ জন। আর মশাবাহিত রোগটিতে মারা গেছেন ২৪১ জন।

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ রোগী। ওই সময়ে মারা যান ১ হাজার ৭০৫ জন।