ঢাকা, শুক্রবার ২২, নভেম্বর ২০২৪ ৩:৫৫:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

১৭ ডিগ্রিতে নামল তেঁতুলিয়ার তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২০ পিএম, ২২ অক্টোবর ২০২৪ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হিমালয়ের পাদদেশে অবস্থিত উত্তরের জেলা পঞ্চগড়ে হিমেল হওয়া বইতে শুরু করায় তাপমাত্রা কমতে শুরু করেছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) ভোর ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে প্রথম শ্রেণির আবহাওয়া পর্যাবেক্ষণাগার কার্যালয়।


এর আগে গতকাল সোমবার দেশের সর্বনিম্ন ১৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল।

ভোর থেকে বিভিন্ন এলাকায় কুয়াশা পড়তে দেখা গেছে। বৃষ্টির ফোঁটার মতো ঝরছে শিশির কণা। শিশির মাড়িয়ে কাজে যাচ্ছেন চাষিরা।

স্থানীয়রা জানান, ধীরে ধীরে বাড়ছে শীতের মাত্রা। গতকাল সন্ধ্যার পর থেকেই উত্তরের হিমেল হাওয়ায় শীতের পরশ অনুভূত হচ্ছে। মাঝরাতের পর ভোর পর্যন্ত গায়ে কাঁথা জড়িয়ে ঘুমাতে হচ্ছে। উত্তরের এ জেলাটি হিমালয়ের পাদদেশে হওয়ায় সবার আগেই শীত আসে এই অঞ্চলে। নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি পর্যন্ত শীতের দাপট বেশি থাকে। তবে অক্টোবর থেকেই শুরু হয়েছে শীতের আমেজ।

আবহাওয়াবিদদের মতে, আশ্বিন মাসে মৌসুমি বায়ু কম সক্রিয় থাকায় এবং উত্তরীয় বায়ুর কিছুটা প্রভাব থাকায় শেরাতে শীত নেমে আসায় বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে।


পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, গত দুই দিন ধরে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। আজ মঙ্গলবার ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। এখন দিন যত যাবে তাপমাত্রা কমতে শুরু করবে।