ঢাকা, বৃহস্পতিবার ২৪, অক্টোবর ২০২৪ ১৭:১৮:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চাঁদপুরে ধরা পড়ছে বিরল প্রজাতির ৩টি প্রাণি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ২৩ অক্টোবর ২০২৪ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় মঙ্গলবার বিকেলে স্থানীয় লোকজনের হাতে  ধরা পড়ছে বিরল প্রজাতির ৩টি প্রাণি।

স্থানীয়রা জানায়, মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের পূর্ব দিকের বিলের একটি ধান ক্ষেতে কি যেন নড়াচড়া করছিল। এ সময় রাস্তা দিয়ে হেঁটে যাওয়া পথচারীরা বিষয়টি লক্ষ্য করে সামনে এগিয়ে গেলে  প্রাণিগুলো দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সময়  স্থানীয় লেকজন ৩ টি প্রাণি আটক করে। মাসহ আরো কয়েকটি প্রাণি পালিয়ে যায়। পরে এগুলো খাঁচায় বন্দি করে রাখা হয়।

এগুলো দেখতে নানা পেশা ও নানা বয়সের মানুষ ভিড় করে । এ নিয়ে বিভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছে। কেউ বলছে চিতা বাঘের সাবক, কেউ বলছে, গন্ধগোকুল, আবার কেউবা বলছে চিতা বিড়াল।

এ বিষয়ে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস বলেন, দেখতে চিতা বাঘের সাবকের মতো হলেও এটি এক জাতের বিড়াল, যার নাম চিতা বিড়াল।