ঢাকা, বৃহস্পতিবার ২৪, অক্টোবর ২০২৪ ১৭:২৮:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতকে হারিয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৩ পিএম, ২৩ অক্টোবর ২০২৪ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতকে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়েছে বাঘিনীরা। এতে দুই ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ। আর ৩ পয়েন্ট নিয়ে রানার্স-আপ ভারত। এ ছাড়া টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে এক পয়েন্ট পাওয়া পাকিস্তান।

এর আগে, ২০২২ সালে গ্রুপ পর্বে ভারতকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এবার ভারতের জালে তিন গোল দিলো লাল-সবুজের প্রতিনিধিরা। দলের হয়ে জোড়া গোল করেন তহুরা খাতুন। অন্য গোলটি করেন আফঈদা খন্দকার। ভারতের গোলটি করেন অধিনায়ক বালা দেবী। চার গোলই ম্যাচের প্রথমার্ধে হয়েছে। 

ম্যাচের ১৫তম মিনিটেই এগিয়ে বাংলাদেশ। ভারতীয় ডিফেন্ডারদের বোকা বানিয়ে লক্ষ্যভেদ করেন বাংলাদেশের আফিদা খন্দকার।

এরপর ম্যাচের ২৮তম মিনিটে ভারতের ডিফেন্ডারের ভুলে আরেকটি গোল পায় বাংলাদেশ। ক্রস থেকে বল ক্লিয়ার করতে ব্যর্থ হন ভারতীয় ডিফেন্ডার। পরে তহুরার গায়ে লেগে জালে জড়ায় বল।

ম্যাচের ৪২তম মিনিটে আবার গোল পায় বাংলাদেশ। বক্সের উপর বল পেয়ে জোরালো শটে গোল করেন তহুরা খাতুন। তবে পরের মিনিটেই এক গোল পরিশোধ করে ফেলে ভারত। বাংলাদেশের গোলরক্ষককে বোকা বানিয়ে হেডে জালে বল পাঠান ভারতীয় অধিনায়ক বালা দেবী।

বিরতির পর বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল ভারত। তবে প্রতিবারই বাধা হয়ে দাঁড়ান বাংলাদেশের গোলরক্ষক। রুপ্নার পারফরম্যান্সে দ্বিতীয়ার্ধে আর গোল পায়নি ভারত। ফলে ৩-১ গোলের জয়ে সেমিফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের।