ঢাকা, শনিবার ২৬, অক্টোবর ২০২৪ ১২:৩২:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চলতি মাসে বেড়েছে ডেঙ্গুর ভয়াবহতা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৬ এএম, ২৫ অক্টোবর ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুর ভয়াবহতা বেড়েছে। প্রতিদিন এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। চলতি বছর এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে ২৬৮ জন মারা গেছেন। এদের মধ্যে চলতি মাসের প্রথম ২৪ দিনেই ১০৫ জন মারা গেছেন। সেপ্টেম্বরে মাসে এই সংখ্যা ছিল ৮০ জন।

গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৪ হাজার ২২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে এ মাসের প্রথম ২৪ দিনেই ২৩ হাজার ২৮৭ জন ভর্তি হয়েছেন। গত মাসে যা ছিল ১৮ হাজার ৯৭ জন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে সর্বোচ্চ আক্রান্ত ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়। ডেঙ্গুতে এই সিটি করপোরেশনে ১১ হাজার ৩১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাছাড়া, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ ১৩৩ জন মারা গেছেন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশি। অপরদিকে আক্রান্তদের মধ্যে শতকরা ৬৩ দশমিক ৩ শতাংশ পুরুষ।

ঢাকার বাহিরে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩২ জন মারা গেছেন বরিশাল বিভাগে। তবে চট্টগ্রাম সবচেয়ে বেশি ৯ হাজার ৮২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।