চট্টগ্রামে ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:০৮ পিএম, ৩০ অক্টোবর ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এবং অন্যজন নগরের বেসরকারি পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (৩০ অক্টোবর) জেলা সিভিল সার্জন কার্যালয়ের এক প্রতিবদেনে এ তথ্য জানানো হয়।
দুজনই চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা ছিলেন। ডেঙ্গুতে মৃত্যু হওয়া দুজনের মধ্যে একজন ৫০ বছর বয়সী পুরুষ। অন্যজন ৪৪ বছর বয়সী নারী। দুজনই গত ২৭ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদের মধ্যে মনির হোসেন নামের ওই ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৭ অক্টোবর চমেকে ভর্তি হন। ওইদিনই তিনি ডেঙ্গু পরবর্তী কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা যান। অপরদিকে একইদিন শোলকবহর এলাকার বাসিন্দা রেহেনা আক্তার নগরের পার্কভিউ হাসপাতালে ভর্তি জন। ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত হয়ে নানান শারীরিক জটিলতায় তিনি মারা যান বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন।
এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে ২৩ জনের মৃত্যু হলো। এরমধ্যে চলতি অক্টোবর মাসেই মারা গেছে ৭ জন। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ১৩ জন নারী এবং ৩ শিশু।
এ দিকে গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ৫৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৩৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। বাকি ১৬ জন বিভিন্ন বেসরকারি হাসপাতালের।
উল্লেখ্য, চলতি বছর এ পর্যন্ত মোট ২ হাজার ৮৪৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর আগে ২০২১ সালে ২৭১ জন, ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন এবং ২০২৩ সালে ১৪ হাজার ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। আর আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর সংখ্যা ২০২১ সালে ৫ জন, ২০২২ সালে ৪১ জন এবং ২০২৩ সালে ১০৭ জন।